কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ নয়জন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
ডিসি সাজ্জাদুর রহমান বলেছেন, “সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় তাদের নামে মামলা করেছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ মিললে যেকোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং গ্রেপ্তার করা হতে পারে।”
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, “তাহসান, শবনম ও ফারিয়া হচ্ছেন তালিকার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। যেহেতু মামলা হয়েছে তারা আমাদের নজরদারিতে আছেন।”
সাজ্জাদুর রহমান বলেন, “নামি-দামি তারকা প্রতিষ্ঠানটির প্রতারণার শুরু থেকে সংযুক্ত করা ছিলেন। অনেকের অভিযোগ জনপ্রিয় এসব তারকার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত হয়েছেন তারা। এবার তাদের বিরুদ্ধে মামলা করেছেন সাদ স্যাম রহমান নামে একজন ভুক্তভোগী। তদন্তের স্বার্থে যেকোনো সময় তাহসান, মিথিলা ও শবনম ফারিয়াসহ অন্য আসামিরা গ্রেপ্তার হতে পারে।”
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া। প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। এছাড়া শবনম ফারিয়া ই-কমার্স প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন।